কুমিল্লায় সাড়ে ৫ মাসে তিন টন গাঁজা উদ্ধার, গ্রেফতার ১৬১২ জন

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লায় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে সাড়ে পাঁচ মাসে তিন টনের উপর গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই সময়ে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ১৬১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানান, চলতি বছরের ২ জানুয়ারি থকে ২০ জুন পর্যন্ত এই সাড়ে পাঁচ মাসে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জড়িতদের আটক করে জেলার ১৮টি থানা পুলিশের সদস্যরা। জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে।

সূত্র জানায়, কুমিল্লা জেলা পুলিশ গত সাড়ে পাঁচ মাসে তিন টন গাঁজা ছাড়াও ১ লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ৮ হাজার ৫২৫ বোতল ফেন্সিডিল, ৩৯৬ লিটার দেশি মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, ২হাজার ১১০ বোতল ইস্কাফ উদ্ধার করেছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য ৮ কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১ শ’ টাকা।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) নাজমুল হাসান, দাউদকান্দি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।