কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি

প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সিন্ডিকেটের ১০০তম জরুরি সভায় ওই সিদ্ধান্তের আলোকে ক্যাম্পাসে সব রাজনৈতিক দলের সহযোগী/ অঙ্গ/ ভাতৃপ্রতীম সংগঠন প্রকাশ্যে বা অপ্রকাশ্যভাবে রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সিন্ডিকেট সভা শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইনের ৪৩-এর (ঘ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। কোনো শিক্ষার্থী এ সিদ্ধান্ত লঙ্ঘন করলে তাঁকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিধি মোতাবেক শাস্তি দেওয়া হবে।