কুমেকে আবুল খায়ের গ্রুপের অক্সিজেন রিফিলিং স্টেশন উদ্বোধন
আমোদ প্রতিবেদক।।
আরো পড়ুন:
করোনার অতিমারিতে অক্সিজেন সংকট দূর করতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন রিফিলিং স্টেশন উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় অক্সিজেন রিফিল স্টেশনটি উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মহিউদ্দিনের প্রতিনিধি করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসিফ ইমরান, ওয়ার্ড মাষ্টার ইলিয়াস হোসেন।
অক্সিজেন রিফিল স্টেশন উদ্বোধন শেষে কোভিড ইউনিটের মেডিকেল অফিসার ডাঃ আসিফ ইমরান জানান, করোনাকালে অক্সিজেন সংকট দূর করতে আবুল খায়ের গ্রুপের অক্সিজেন রিফিল স্টেশন চমৎকার ভূমিকা রাখবে। অক্সিজেন স্টেশনটিতে ২০ টি
( ৭৫০০ লিঃ প্রতিটি) সিলিন্ডারের মাধ্যমে হাসপাতালের ছোট ছোট অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন সরবরাহ করা যাবে।
ডাঃ আসিফ আরো জানান, আবুল খায়ের গ্রুপ চট্টগ্রামে তাদের কারখানা থেকে অক্সিজেন সরবরাহ করবে। আর আবুল খায়ের গ্রুপের ১ জন অপারেটর ও ২ জন স্টাফ সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহে কাজ করবেন।