‘কৃষিতে পড়ে কাউকে বেকার থাকতে হয় না’

 

প্রতিনিধি।।
কৃষিতে যারা পড়াশোনা করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আজ সারা দুনিয়ায় কৃষি শিক্ষার গুরুত্ব বাড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সাধারণ শিক্ষা ব্যবস্থায় বেকারত্বের ঝুঁকি থাকে। কারিগরি শিক্ষাব্যবস্থায় ওই ঝুঁকি নেই। তাই সবাইকে কৃষি ও কারিগরি শিক্ষার গুরুত্ব অনুভব করতে হবে। বেকার না থেকে একটি সুন্দর ভবিষ্যৎ রচনার জন্য এ শিক্ষার কোনো বিকল্প নেই। মঙ্গলবার কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের ছাত্র ও অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী। বক্তব্য রাখেন সিনিয়র লেকচারার ইরফানুল হাসান, ফারহানাজ ইসলাম, প্রশিক্ষক শাহ আলম, মফিজুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, চাকরিক্ষেত্রে আজ কৃষির জয়জয়কার। উদ্যোক্তা তৈরিতে কৃষির ছাত্ররা নেতৃত্বস্থানে। কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের ছাত্ররা সারাদেশে সুনামের সাথে কাজ করছে। কলেজের অনেক উদ্যোক্তা কর্মসংস্থান তৈরিতে বিরাট ভূমিকা রাখছেন। তাদের এমন অর্জন আমাদের আনন্দিত করে।