কেউ কাঁদবে কেউ হাসবে— মাসুদা মনির

আরো পড়ুন:
আজকে অনেকের জ্বলবে বুক, কেউ হাসবে হাসুক।
আজকে অনেকের ভাঙবে বুক, কেউ কাঁদবে কাঁদুক।
সবাই খেলে চায় জিততে, কাউকে হারতে হয়
জিতের আছে আনন্দ, হারলে শুধুই কষ্ট হয়।
জীবনটাই এমন কখনো মেঘ কখনো বৃষ্টি
কখনো জিত কখনো বা হারে ঘটায় অনাসৃষ্টি।
সবাই ভালো খেলে তবুও কাউকে হারতে হয়
সব কষ্ট বুকে নিয়ে হারের দুঃখ সইতে হয়।
মেসি নাইমার রোনালদো খেলছে ভালো তবে
দেখা যাক যুদ্ধে কে হারে কে জিতে কাপটা কার হবে।