খুঁজেছি তোমাকে–গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
খুঁজেছি তোমাকে
আরো পড়ুন:
( আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী স্মরণে)
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
তোমাকে খুঁজিয়া ক্লান্ত হয়েছি
ক্লান্ত হয়েছে মন,
মরু প্রান্তর, সাগর সৈকত
গভীর অরণ্যবন।
তোমাকে খুঁজেছি তারার ফাঁকে- ফাঁকে
মেঘের অন্তরালে,
সাগর মোহনায়, গ্রহ গ্রহান্তরে
ধুমকেতু ছাঁয়া তলে।
খুঁজেছি তোমাকে মরু সাহারায়
বালুকার ঢেউয়ে ঢেউয়ে ,
অঘুমে রজনী কেটে গেছে মোর
পাব বলে চেয়ে চেয়ে।
খুঁজেছি তোমাকে সামিয়ানা তলে
বহু জনতার ভীড়ে,
অবুঝ এই মন খুঁজিয়া ফিরেছে
মেঘনা, যমুনা ও কর্ণফুলী তীরে।
পাইনি তোমাকে ফিরে এসেছি
সন্ধ্যা এসেছে ঘনে,
পেয়েছি শেষে তোমাকে খুঁজিয়া
শতকোটি সুন্নি জনতার হৃদয়ে।