গরু খুঁজতে গিয়ে মালিক দেখেন কসাইখানায় চামড়া ও দড়ি

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার মুরাদনগরে চুরি হওয়া গরুর চামড়া ও দড়ি নহল চৌমুহনীর কসাইখানা থেকে উদ্ধার করেছেন গরুর মালিক ও স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে কসাই কাইয়ুম নামে একজনকে আটক করেছেন। বুধবার মুরাদনগর থানা অফিসার ইনচার্জ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেন।

গরুর মালিক হাসান মিয়া বলেন, মঙ্গলবার রাতের কোন একসময় গরুটি চুরি হয়ে যায়। সকালে গরু খুঁজতে খুঁজতে ধামঘর দিয়ে নহল চৌমুহনী আসলে রাস্তার পাশে কসাইখানায় গরুর চামড়া ও দড়ি দেখতে পাই। তখন থানা পুশিকে খবর দেই। পুলিশ এসে জবাইয়ের স্থান থেকে কসাই কাইয়ুমকে আটক করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ আবুল হাসিম বলেন, পুলিশ ঘটনাস্থল হতে বাদীর শনাক্ত মতে গরুর চামড়াসহ কসাই কাইয়ুমকে আটক করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।