চকবাজারে গাঁজাসহ সিএনজি চালক গ্রেফতার

 

 

আবু সুফিয়ান রাসেল।।

 

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় গাঁজাসহ সিএনজি চালিত অটো রিকসা চালক এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ১১। চকবাজার বাজার এলাকা হতে সাড়ে সতেরো কেজি গাঁজাসহ তাকে করা হয়। তার বিরুদ্ধে শুক্রবার (০৪ নভেম্বর) কোতয়ালি মডেল থানায় মাদক মামলা করেছে র্যাব ১১।

 

্যাব ১১ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চকবাজার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সদর উপজেলার চালপুর গ্রামের সানিন্দা আরিফ (২৬)। পেশায় একজন সিএনজি চালিত অটো রিকসা চালক। দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।