জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগে সেরা কুমিল্লা জেলা প্রশাসন

অফিস রিপোর্টার।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। এ কাজের স্বীকৃতিস্বরুপ ১৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সম্মাননা সনদ গ্রহণ করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
সূত্রমতে,দেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লা একটি ঘন বসতিপূর্ণ জনপদ। তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কুমিল্লা জেলা প্রশাসন নিরবিচ্ছিন্ন ভাবে এ কাজ করে যাচ্ছে।
শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,দেশের অগ্রগতিতে মাননীয় প্রধানমন্ত্রী যে সব বিষয় অগ্রগণ্য হিসেবে রাখছেন সেগুলোর মধ্যে জন্মের সাথে সাথে জন্মনিবন্ধন প্রদান অন্যতম। এ বিষয়টিকে কুমিল্লা জেলা প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে। এমন অর্জনের নেপথ্যে রয়েছে টিম ওয়ার্ক। সর্বোপরি জেলার বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা ।