জাতির পিতার প্রতিকৃতিতে কুবি. প্রো-ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধা

 

অফিস রিপোর্টার।।

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। মঙ্গলবার তিনি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সাথে ছিলেন কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভেজ সাজ্জাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মমতাজ উদ্দিন, কুবি ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম, সদস্য ড. মোঃ রশিদুল ইসলাম শেখ ও মোঃ আমান মাহবুব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহাঃ হাবিুবর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক মোঃ আঃ লতিফ প্রমুখ।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ৮ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন।