জাতির পিতার প্রতিকৃতিতে কুবি ভিসির শ্রদ্ধা

 

কুবি প্রতিনিধি।।

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর(ভিসি) অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বৃহস্পতিবার তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুবির উপ-উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফ, ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি দিপক চন্দ্র মজুমদার এবং কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন গত ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন।