জাতীয় নিরাপদ সড়ক দিবসে লাকসামে র‌্যালী ও আলোচনা সভা

আমজাদ হাফিজ, লাকসাম।।

inside post

‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) লাকসাম উপজেলা শাখার উদ্যোগে লাকসাম প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) লাকসাম উপজেলা শাখার আহবায়ক  মোজাম্মেল হক আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদ তমিজ উদ্দিন চুন্নুর সঞ্চালনায় র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি নাছির উদ্দিন চৌধুরী, সাংবাদিক নূর উদ্দিন জালাল আজাদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ হুমায়ন কবির মানিক, সাংবাদিক আহসান উল্লাহ, সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হাসান রোম্মান, আব্দুল আউয়াল মজুমদার, যুগ্ম-আহবায়ক কাজী মাসউদুর রহমান, সদস্য সেলিম চৌধুরী হিরা, আব্দুল আউয়াল, দেলোয়ার হোসেন, মাহমুদুর রহমান সোহাগ, ফরিদা ইয়াসমিন, শাহাদাত হোসাইন অন্তর, সাংবাদিক, মাসুদুর রহমান, ওমর ফারুক, সামাজিক সংগঠন পিপলস্ ড্রিম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা মোঃ জাকির হোসেন, সদস্য নাঈম হোসেন, রাসেল আহমেদ, মোঃ আরিফ হোসেন, মোঃ ইয়াছিন সৈকত প্রমুখ।

আরো পড়ুন