জিগজ্যাগ ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্স দেয়ার দাবি
আরো পড়ুন:
অফিস রিপোর্টার।
জিগজ্যাগ ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্স দেয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সদস্যরা।
রোববার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক কেন্দ্রসহ সরকারের মেগা প্রকল্প নির্মাণ কাজে দেশীয় তৈরি ইট ব্যবহৃত হচ্ছে, কিন্তু ইট প্রস্তুতে সরকারের বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হচ্ছে। এছাড়া কয়লার মূল্য বৃদ্ধি, স্থানীয় ভাবে মাটি সংগ্রহ বিধি নিষেধের কারণে ইট উৎপাদন ব্যাহত হচ্ছে। বেড়েছে ইটের উৎপাদন ব্যায়। কয়লা আমদানিতে ডলারের পরিবর্তে দেশীয় মুদ্রা ব্যবহারের সুযোগ দাবি করা হয়। মানববন্ধনে সমিতির সভাপতি এমরান হোসেন ভুইয়া, সহ-সভাপতি ইয়াছিন মিয়া,জয়নাল আবেদীন ভুইয়া, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভুইয়া, সদস্য আবদুল হাই বাবলুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধনমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
উল্লেখ্য -কুমিল্লার সাড়ে তিন শতাধিক ইটভাটা মালিক মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। সারা দেশে ৮ হাজারের বেশি জিগজ্যাগ ভাটা রয়েছে। এতে প্রত্যক্ষ পরোক্ষভাবে ৪০লক্ষ শ্রমিক জড়িত আছে।