দর্শনার্থীদের নজর কাড়ছে কুমিল্লা রেল স্টেশন

 

অফিস রিপোর্টার।।

দর্শনার্থীদের নজর কাড়ছে নগরীর দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশন। রেল স্টেশনের দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে সারাদিনই আনাগোনা করতে দেখা যায় স্থানীয়দের। এটির কাজ শেষ হওয়ার পথে রয়েছে। এদিকে সম্প্রতি শেষ হয়েছে কুমিল্লার ময়নামতি,লালমাই ও আলীশ্বর রেল স্টেশনের কাজ। সে সব স্টেশন গুলোও দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

রেল স্টেশনে সরেজমিন গিয়ে দেখা যায়,নগরীর ধর্মপুর-শাসনগাছা এলাকায় প্রাচীন রেল স্টেশনটির অবস্থান। নতুন ঝকঝকে রেল স্টেশন। মাঘের আকাশের নীচের রঙিন স্টেশন যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। স্থানীয় তরুণ-তরুণীরা স্টেশনটি দেখতে আসছেন। অনেকে ফ্ল্যাটফর্মে বসে আড্ডা দিচ্ছেন। কেউ কেউ ফুটওভার ব্রিজে উঠে ছবি সেলফি তুলছেন।

ভিক্টোরিয়া কলেজের ছাত্র আবদুল্লাহ সোহেল বলেন, স্টেশনটি আগের থেকে অনেক সুন্দর করা হয়েছে। অবসরে এখানে ঘুরতে চলে আসি। ফুটওভার ব্রিজে আলোর ব্যবস্থা না করলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অপরদিকে স্টেশনের সৌন্দর্য রক্ষায় পরিচ্ছন্নতায় তদারকি বাড়াতে হবে।

স্থানীয়রা জানান, কুমিল্লা রেল স্টেশনের ফ্ল্যাটফর্মের দুই পাশে পথের মতো করা হয়েছে। এতে সাইকেল,মোটর সাইকেল ফ্ল্যাটফর্মে ঢুকে পড়বে। সেখানে সিঁড়ি করে দিতে হবে। এছাড়া ফুটওভার ব্রিজ ফ্ল্যাটফর্মের মাঝে হলে যাত্রীদের আরো বেশি সুবিধা হতো। এদিকে ময়নামতি রেল স্টেশন ও আলীশ্বর রেল স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

কুমিল্লা রেল স্টেশন মাস্টার মো. মাহাবুর রহমান বলেন,নতুন ডাবল লাইন স্থাপন, ফ্ল্যাটফর্ম সম্প্রসারণ ও ফুটওভার ব্রিজ নির্মাণ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। আমাদের জনবলের কিছু সমস্যা রয়েছে। তার মধ্যেও আমরা আন্তরিক সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সের সমন্বয়ক আবদুল ওহাব বলেন, কুমিল্লা রেল স্টেশনের কাজ শেষ হওয়ার পথে রয়েছে। কুমিল্লার ময়নামতি,লালমাই ও আলীশ্বর রেল স্টেশনের সম্প্রতি আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। নতুন তিনটি স্টেশনে প্রথম শ্রেণী,দ্বিতীয় শ্রেণীর বিশ্রামার,সিগন্যালিং রুম,স্টেশন মাস্টার রুম,ওয়েটিং হল,ফ্ল্যাটফর্ম ও ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এছাড়া একই মডেলের কুমিল্লা সদর উপজেলার সদর রসুলপুর,বুড়িচং উপজেলার রাজাপুর ও ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশনের কাজ চলছে।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহাকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, কুমিল্লা রেল স্টেশনে বড় ফ্ল্যাটফর্ম করা হয়েছে। এছাড়া নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ। ভবন আলাদা প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হবে। আরো কিছু কাজ বাকী রয়েছে। সেগুলো সম্পন্ন হলে এটি আরো দৃষ্টিনন্দন হবে। এদিকে জনবল সংকটের কারণে ময়নামতি রেল স্টেশন ও আলীশ্বর রেল স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ। জনবল নিয়োগ হলে স্টেশন গুলো পুনরায় চালু হবে।