দাউদকান্দিতে কুমিল্লার প্রথম মডেল মসজিদ উদ্বোধন
আরো পড়ুন:
অফিস রিপোর্টার।।
সারা দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সাথে কুমিল্লার দাউদকান্দি উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদগুলোর উদ্বোধন করেন। এ সময় দাউদকান্দিতে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, ভাইস-চেয়ারম্যান রোজিনা বেগম, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ প্রমুখ।