দেবিদ্বারে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ,সন্তান প্রসব

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার দেবিদ্বারে বুদ্ধি প্রতিবন্ধি নারীকে ধর্ষণ ও সন্তান প্রসব ঘটনায় অভিযুক্ত মোঃ সোহাগ (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোহাগ দেবিদ্বার পৌরসভার ৯ নং ওয়ার্ড বারেরা কাজী বাড়ির মোঃ মফিজের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান, কুমিল্লা জেলার দেবিদ্বারের বারেরা এলাকা থেকে সোহাগকে আটক করা হয়।

রবিবার র‌্যাব সূত্রে জানা যায়, সোহাগ গত ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধি প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ করে। বিভিন্ন সময়ে ধর্ষণে সে গর্ভবতী হয়ে পড়ে। গত ১১ জুলাই ধর্ষিত নারী ছেলে সন্তান প্রসব করে। বিষয়টি নিয়ে সমাধান না হওয়ায় র‌্যাবের নিকট অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবারটি।

র‌্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারেরা এলাকা থেকে ধর্ষক মোঃ সোহাগকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।