ধর্ষকের মানসিকতা — জান্নাতুল ফেরদৌসী 

তোমরা পুরুষ!
যখন একটা মেয়ে ধর্ষিত হলো
তখন বললে,
মেয়েটার পোশাকটা কেমন ছিলো?
নিশ্চয়ই স্টাইলিশ তাই ধর্ষিত হয়েছে।
তা শুনে,
মেয়েরা ভয় পেয়ে গেলো!
তাই তারা তাদের সতীত্ব রক্ষায়
বোরখা হিজাবের আশ্রয় নিলো।
তাও বললে,
হিজাব তো নয় যেনো নিউ ফ্যাশন!
আবার কেউ কেউ বললে গাইয়া ক্ষেত!
এ যুগে কি এসব যায়?
তাও রক্ষে নেই।
তা ছেড়ে এখন আবার নিলাম
পাট্টা, জিলভাব, খিমারের আশ্রয়।
একদম পা থেকে মাথা অব্দি
মনে হয় যেনো কোন এক কালো পাহাড় দাড়িয়ে!
তাও রক্ষে পেলাম না।

 

আমি কিশোরী, না হয় স্টাইলিশ
একটা ছেলের সাথে  ব্রেকাপ করে
আরেকটা ছেলের সাথে ছলনা করি।
কিন্তু যখন একটা পাঁচ বছরের
বাচ্চা শিশু ধর্ষিত হলো
আবার ষাটোর্ধ বৃদ্ধাটাও যখন ছাড় পেলো না!
তখন তোমরা পুরুষের হুঁশ আসলো।

 

এখন বলছো,
নারীর পোশাক নয়, নারীর ছলনা নয়
ধর্ষনের জন্য ধর্ষকের মানসিকতাই দায়ী।
বাহ! সাবাস তোমাদের বিবেচনার।
মেয়েরা নাকি বেইমান,স্বার্থপর, ছলনাময়ী
আর তোমরা পুরুষরা ধোঁয়া তুলসীপাতা।

 

মনে রেখো,
এক হাতে কখনই তালি বাজে না।
তোমরা পুরুষরাই সব ভালো
আর আমি নারীর মাথার চুলই শুধু কালো।