নগরীর ছাদ রাঙাতে চারা ও কাটিং বিতরণ

প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর ছাদ গুলো সবুজে রাঙাতে চারা ও কাটিং বিতরণ করেছে কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির। সোসাইটির পরিচালক কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক আবু নাঈম চারা ও কাটিং বিতরণ করেন।
শুক্রবার বিকেলে দেড় হাজার চারা ও কাটিং বিতরণ করা হয়। কুমিল্লা ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক ডা. নারগিস আক্তার, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নারগিস আক্তার, সংগঠনের সদস্য জেসমিন আক্তার, ফারজানা আফরোজ, মাহমুদা সুমি, আশরাফ রউফ ও এইচ এম মোরশেদসহ অন্যান্যরা।
ডা. আবু নাঈম বলেন, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, কুমিল্লাকে সবুজ করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। আমি চাই, কুমিল্লার একটি ছাদও যেন খালি না থাকে। বাগানিদের মাধ্যমে এ মেসেজ আমরা সকলের কাছে পৌঁছে দিচ্ছি। ইট-পাথরের এই শহর আবারো সবুজে ভরে দিতে চাই।
উল্লেখ্য-সংগঠনটির সদস্য সংখ্যা ২৭ হাজার। এ পর্যন্ত দুই লক্ষাধিক চারা, কাটিং ও বীজ বিনামূল্যে বিতরণ করেছে সংগঠনটি।