নগরীর মোড়ে মোড়ে ছিলো নেতাকর্মীদের জটলা
আরো পড়ুন:
আমোদ প্রতিনিধি।।
কুমিল্লা টাউন হলে মিছিলের পর মিছিল আসতে থাকে বিএনপির বিভাগীয় সমাবেশস্থলে। কিছুক্ষণ জায়গা না পেয়ে বাইরে অবস্থান নেন নেতাকর্মীরা। এরপর ছোট ছোট মিছিল শেষে পুরো শহরেই ছড়িয়ে পড়ে তাদের অবস্থান।
সরেজমিনে দেখা যায়, নগরীর পূবালী চত্বর থেকে রানির বাজার, কান্দিরপাড় থেকে শাসনগাছা, রানির দিঘি, ফৌজদারী মোড়, রাজগঞ্জ, সালাউদ্দিন হোটেল ও আশপাশের এলাকায় মাইকের নিচে জটলা বেঁধে সমাবেশের বক্তব্য শুনছেন কর্মীরা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, পুরো কুমিল্লা আজ উৎসবের নগরী। আজ মানুষ মুক্তির জন্য পাগল হয়ে গেছে। ইনশাআল্লাহ, জনতার বিজয় সুনিশ্চিত।