নতুন মাইলফলকে ভিক্টোরিয়া কলেজ

 

মোহাম্মদ শরীফ।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। এই পদ্ধতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রেণি কক্ষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। ২৫ অক্টোবর সকালে উচ্চ মাধ্যমিক শাখায় এই ডিজিটাল মনিটরিং সিস্টেমের উদ্বোধন করা হয়। কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান এর উদ্বোধন করেন। ডিজিটাল এই মনিটরিং পদ্ধতিতে কলেজ অধ্যক্ষ অফিসে বসে ক্লাস সমূহ পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান করবেন।

ডিজিটাল মিনিটরিং সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুছ মিঞা সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ কর্মচারী বৃন্দ।

শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, ‘করোনার কারনে স্বাভাবিক ভাবে জাতীয় সংগীত পরিবেশন বন্ধ ছিল। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন প্রচলন করতে আমরা সক্ষম হয়েছি’।

কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, আমরা নতুন এক মাইলফলকে পৌছলাম। ডিজিটাল পদ্ধতিতে এখন থেকে আমাদের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পাঠ করতে পারবে’।