নবীনগরে ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

 

মোহাম্মদ হেদায়েতুল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ‘ র ৫২ তম মৃত্যু বার্ষিকী  উপলক্ষে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন ডিগ্রি কলেজে অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের পূর্বে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধান অতিরিক্ত ও বিশেষ অতিথিসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ।

এসময় অত্র ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহসীন সরকারের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রভাষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি  ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

বিশেষ অতিথি ছিলেন
নবীনগর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব, এটি এম আব্দুল্লাহ মাস্টার, অত্র ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সিরাজুল ইসলাম,শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইন কবির,
সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ এর সভাপতি রানা শামীম রতনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওস্তাদজীর নামে যে সকল সম্পত্তি অবৈধ ভাবে দখল হয়ে আছে তা উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাবে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ’র রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া করা হয়।