নাঙ্গলকোটে বাছির, চৌদ্দগ্রামে বাবুল ও হোমনায় রেহেনা জয়ী

প্রতিনিধি।।
কুমিল্লার তিনটি উপজেলায় বুধবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। নাঙ্গলকোট উপজেলায় স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান ভুইয়া বাছির, চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী রহমত উল্লাহ বাবুল ও হোমনা উপজেলায় স্থানীয় সংসদ সদস্য আবদুল মজিদের স্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম জয়ী হয়েছেন।