নারী তুমি ভালো থেকো –মাসুদা তোফা
আরো পড়ুন:
নারী তুমি সময় দাও নিজকে নিজের মতো
নারী তোমার শক্তিমত্তার দেখাও প্রমাণ যতো।
নারী তুমি ভালবেসো নিজের জীবন নিজে
নারী তুমি বোধগুলো সব লাগাও নিজের কাজে।
অবহেলা অনাদরে করবে না দিন বেহাত
সাহস নিয়ে এগিয়ে যাবে করবে শত্রু আঘাত।
নারী তুমি যে মহীয়সী, জন্মদাত্রী , কন্যা
নারী তুমি ভালবাসা প্রেরণারই বন্যা।
নারী তুমি তোমার মতো মাথা উঁচু রাখো
নারী তুমি একটি দিবস একলা মনে থাকো ।
নারী তুমি একটা দিবস নিজকে নিয়ে থাকো
নারী তুমি শরীরটাকে একটু যত্নে রাখো।
সুসময়ে দুঃসময়ে আশ্রয় তুমি সবার
বিপদ এলে আদূরে এক কন্যা তুমি বাবার।
নারী তুমি অনন্যা যে নেই তুলনা করার
তুমি ভালো থেকো, ভালো রেখো জীবন সবার।