জাতীয় কবির কুমিল্লা আগমনের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি

অফিস রিপোর্টার।।

inside post

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লায় আগমনের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। কুমিল্লার নতুন জেলা প্রশাসক মো.কামরুল হাসান সোমবার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণ্যমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান। এর আগে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক ছিলেন।
জেলা প্রশাসক বলেন, আগামী ৫ এপ্রিল জাতীয় কবির কুমিল্লা আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সংস্কৃতিমন্ত্রী মহোদয়ের কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি কুমিল্লায় আসবেন।

সভায় জেলা প্রশাসক মো.কামরুল হাসান বলেন, কুমিল্লাকে নিয়ে আমি বেশ কিছু পরিকল্পনা করছি। এর মধ্যে একটি হলো প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা। এছাড়া ডিজিটাল টেকনোলজিকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করতে চাই।

সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাঈন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন