নয় মামলার আসামি চর্থার কানা টিপু গ্রেফতার

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার নয়টি মামলার আসামিকে রিভলবার গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আসামি আব্দুল্লাহ আল টিপু ( ৩২) ওরফে কানা টিপু। শনিবার তাকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানির কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, আব্দুল্লাহ আল টিপুর কাছ থেকে রিভলবার ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

 

তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ৯ টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার চৌধুরী বলেন,আটক আসামির বিষয়ে বিকেলের মধ্যে আইনানুগ প্রক্রিয়া শেষ করা হবে। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।