পথশিশু কল্যাণ ফাউন্ডেশন কুমিল্লার নতুন নেতৃত্বে যারা


সংবাদ বিজ্ঞপ্তি
 
 ” সেচ্ছাসেবী সংগঠন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন, কুমিল্লা মহানগর শাখার ২০২১ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ শে জানুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুহাব্বাত  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেন। 
 
 নতুন কমিটিতে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক নাজমুন নাহার রিমু, অর্থ সম্পাদক তানভীর মাহমুদ, সহ-অর্থ সম্পাদিকা নুসরাত মুনমুন নিঝুম, সাংগঠনিক সম্পাদক অপূর্ব পরাণ, সহ-সাংগঠনিক  সম্পাদক শাকির ইবনে তাজ,প্রোগ্রাম সম্পাদক মহিউদ্দিন রাফি, আইটি ও মিডিয়া সম্পাদক মেহেদী হাসান।
 
 এছাড়াও অদম্য স্কুল-১,২,৭ পরিচালিকা তাহমিনা আক্তার, সহ-অদম্য স্কুল-১,২,৭ পরিচালক মাইনুদ্দিন রাজু, সহ-অদম্য স্কুল-১,২,৭ পরিচালিকা অর্নিশা রানী অর্নি, দুই টাকার শিক্ষা উপকরণ প্রোজেক্ট সমন্বয় জহিরুল ইসলাম আহাদ, সহ-দুই টাকার শিক্ষা উপকরণ প্রোজেক্ট সমন্বয় নিশিতা নূর, সমাজ কল্যাণ সম্পাদক কাজী মোঃ নাহিদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক শরিফ উদ্দিন, অদম্য ব্লাড ব্যাংক সমন্বয়ক পলাশ চন্দ্র পাল, সহ-অদম্য ব্লাড ব্যাংক সমন্বয়ক তানহা রহমান, হাসির খাবার প্রোজেক্ট সমন্বয়ক ফয়সাল আহমেদ।
 
  									 
			