পিকআপের ধাক্কায় অটোরিশা চালক নিহত

 

কুমিল্লায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হোসেন (৪০) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রামে।
শুক্রবার লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ জিয়া চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে লালমাই বাজারে অটোরিকশাকে একটি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।