পুত্রের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় পুত্রের সাথে অভিমান করে মা হাসিনা আক্তার (৫০) আত্মহত্যা করেছেন। বাড়ির পাশের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। থানায় দায়ের হয়েছে অপমৃত্যুর মামলা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কুমারপাড়াস্থ বাইপাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসিনা আক্তার ওই এলাকার আবু হানিফের স্ত্রী।
জানা গেছে, হাসিনা আক্তার তার ছেলের সাথে অভিমান করে রোববার রাত সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে থাকা মেহগনি গাছের সঙ্গে নিজের কাপড় প্যাঁচিয়ে অত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মাণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হয়েছে অপমৃত্যুর মামলা।’