পোশাক পেলেন শতাধিক শিশু

প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীর মোহাব্বত আলী দারুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
শনিবার পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব মোঃ জসিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবদুল আওয়াল, পীরযাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু তাহেরসহ অনেকে। বক্তব্য দেন বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামাল উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনসহ অন্যান্যরা।