প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একেডেমী আয়োজিত এই প্রতিযোগিতায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি থেকে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এসময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ কবি মানবর্দ্ধন পাল, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুন নূর, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন।