প্রধানমন্ত্রী অন্য দেশের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন- বরকত উল্লাহ বুলু

প্রতিনিধি।।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ শুধু দেশের সম্পদ লুন্ঠনই করেছে। তারা দেশের কল্যাণে কাজ করেনি। আওয়ামী লীগ আজ কতটা দেউলিয়া হলে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলতে পারেন- বাংলাদেশে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, ভারত যেন তা করে, সেজন্য তিনি ভারতের কাছে অনুরোধ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কোন ব্যবস্থা নেননি। এতেই প্রমাণ হয় প্রধানমন্ত্রী অন্য দেশের সাহায্য সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন।
সোমবার বিকালে দিকে কুমিল্লা নগরীর চর্থা চৌমুহনী এলাকায় ৬টি ওয়ার্ডের বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি।
বরকত উল্লাহ বুলু বলেন, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে মানুষ দিশেহারা। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। বিএনপির আন্দোলনে দেশের মানুষ সাড়া দিয়ে আজ রাজপথে নেমেছে। শেখ হাসিনা ও তার অবৈধ নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোন ভোটে যাবে না। আমরা রাজপথে ফয়সালা করবো।
কুমিল্লা মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক মো.শওকত আলী বকুলের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মো.ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সমাবেশে বুলু আরও বলেন, বাঁচতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে আপোস করেন। খালেদার জিয়ার কাছে ক্ষমা চান, তবেই বাঁচতে পারবেন। আর না হলে আপনি বেগম খালেদা জিয়াকে এক ঘণ্টার জন্য মুক্তি দিন। আর ওই এক ঘণ্টায় বেগম খালেদা জিয়া পল্টনে আসবেন। তখন দেখবেন ঢাকা শহরের কোনো মানুষ বাকি থাকবে না। দেখবেন জনগণ পুরো ঢাকা শহর অচল করে দেবে।
বরকত উল্লাহ বুলু বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের ৮০ শতাংশ ভোটার ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোজাহিদ চৌধুরী, কুমিল্লা মহানগর কৃষকদলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, মহানগর যুবদলের সহ-সভাপতি আসিফ মাহমুদ জহির প্রমুখ।