প্রাথমিক সমাপনী নিয়ে যা বললেন সিনিয়র সচিব

আমোদ ডেস্ক।।

প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) আনুষ্ঠানিকভাবে না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে নেয়ার প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার সারাংশ আকারে এই প্রস্তাবনা পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করবে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘এ বছর নিজ নিজ বিদ্যালয় পরীক্ষা নেবে, এই মর্মে প্রস্তাবনা পাঠিয়েছি। আজ সারাংশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আমরা আদেশ জারি করবো। মন্ত্রণালয়ের প্রস্তাবনা হলো এবার পিইসি পরীক্ষা নেয়া হবে না। একইসঙ্গে বৃত্তি পরীক্ষাও নেয়া হবে না।’

পরীক্ষা না নেয়া ও প্রস্তাবনার বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘এখন পর্যন্ত সিলেবাসের ৩০ থেকে ৩৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এই অবস্থায় যে সময় রয়েছে, সেই সময়ে সিলেবাস সম্পন্ন করে পিইসি পরীক্ষা নেয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের মূল্যায়ন করবে নিজ নিজ বিদ্যালয়গুলো। বিদ্যালয়ের অন্য শ্রেণির বার্ষিক পরীক্ষাও নেয়া হবে মূল্যায়নের ভিত্তিতে। বিদ্যালয়গুলোই ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন