বরুড়ায় নিখোঁজের ৪ দিন পর খালপাড়ে স্কুল ছাত্রীর লাশ

 

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লার বরুড়ায় নিখোঁজ হওয়ার চারদিন পর মোসা. মিনহাজ আক্তার (৭) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ খালপাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনহাজ আক্তার চান্দিনা উপজেলার হারং গ্রামের মো. ফজলুল হকের মেয়ে এবং বরুড়া উপজেলার জটাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের মৃত গনি মিয়ার মেয়ে সরফুল বেগমের স্বামী ফজলুল হকের সাথে প্রায় ৩ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর মা সরফুল বেগম তার দুই কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছেন। মোসা. মিনহাজ আক্তার গত ১১ সেপ্টেম্বর বিকেল প্রায় ৩টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। এলাকায় মাইকিংসহ বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে মোসা. মিনহাজ আক্তারের সন্ধান মিলেনি। বুধবার ওই এলাকার বিশকর্মা নামক খালের পাড়ে মিনহাজ আক্তারের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

বরুড়া থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ অর্ধ গলিত। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।