বিকাশ ব্যবসায়ীর ৩ লাখ টাকা ও ১০টি মোবাইল ফোন ছিনতাই

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এক বিকাশ ব্যবসায়ীর উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীরা ব্যবসায়ীর ৩ লাখ টাকা ও ১০টি মোবাইল ফোন নিয়ে যায়। হামলার শিকার ব্যবসায়ী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শিতল দাসের ছেলে সংকর দাশ(৩২)।

আহত ব্যবসায়ী সংকর মঙ্গলবার জানান, আমি দীর্ঘদিন যাবত ইউনিয়নের নলুয়া চাঁদপুর বাজারে বিকাশ ব্যবসা করি। বিকাশ ব্যবসার পাশাপাশি আমার ফাস্ট ফুডের ব্যবসাও আছে। সোমবার রাতে দোকান বন্ধ করে বাজার থেকে কিছু দূর যাওয়ার পর একটি সিএনজি চালিত অটোরিকশা করে অন্তত ৪ থেকে ৫ জন মুখোশ পরা লোক আমার পেছন দিকে এসে নামে। কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে এলোপাতাড়ি মারা শুরু করে। আমার সাথে থাকা বিকাশ ব্যবসার ৩ লাখ টাকা ও ১০টি মোবাইল ফোন নিয়ে যায়। আমার শরীরের বিভিন্ন স্থানে তারা আঘাত করে।

সংকরের ভাই জয়দেব দাশ জানান, সংকর দাদাকে হামলার কথা শুনেই আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি দাদার শরীরে রক্ত পড়ছে। পরে আমরা দাদাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।