বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৫ জন নিহত

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার ২ আরোহী। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় শুক্রবার সকালে এই দুর্ঘটনা হয়। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,নিহতরা হলেন অটোরিকশা চালক জুলহাস মিয়া,যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। আহত ২ জনকে ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বেলাল জানান, ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি অজ্ঞাত ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ২ জন। মরদেহ থানায় নেয়া হয়েছে।