ব্রাহ্মণবাড়িয়ার ২২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
শপথ নিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান। নবনির্বাচিত চেয়ারম্যানগণ জেলার সরাইল ও নবীনগর উপজেলা এলাকার। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খাঁন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। পরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১৩টি এবং সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।