ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত হয়েছেন পাঁচজন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে ঘটে এই হামলার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় সোহেল মিয়াকে ঢাকায় পাঠানোসহ চারজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে হামলার শিকার ওই পরিবারটি দিন কাটাচ্ছেন চরম আতঙ্কে।
হামলার শিকার পরিবারের সদস্যরা জানান, পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকেলে কোড্ডা গ্রামের প্রভাবশালী আবুল হাশেম মাষ্টার, তার ছেলে বাদল, ভাতিজা হাসেম মিয়াসহ একদল লোব দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কামাল মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় কামাল মিয়া ও তার স্ত্রী হনুফা বেগম, ছেলে সোহেল মিয়া, জয়নাল আবেদীন ও আম্বিয়া বেগম আহত হয়। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক গুরুতর আহত সোহেল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করে। এ ঘটনায় চলছে মামলা দায়েরের প্রস্তুতি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। চলছে মামলার প্রক্রিয়া।’