ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বাড়ির পাশের একটি ব্রীজের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন রাসেল। এ সময় হঠাৎই ঘটে বজ্রপাত। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এলাকায় ঘটে এই ঘটনা। নিহত রাসেল মিয়া (২৮) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের আহাদ মিয়ার পুত্র।
বিজয়নগর থানার পরিদর্শক (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে রাসেল বাড়ির পাশে আঞ্চলিক সড়কের একটি ব্রীজের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে সে মারা যায়।পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।