ভাঙা রাস্তার কারণে খাদে অটোরিকশা, নারীর মৃত্যু

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বড়ধুশিয়ায় অটোরিকশা খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত আছিয়া বেগম (৬৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবীল গ্রামের মৃত তারেকের স্ত্রী।

জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবীল থেকে অটোরিকশা যোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামে একটি দরবার শরিফে যাচ্ছিলেন আছিয়া বেগমসহ আরও কয়েকজন। বড়ধুশিয়া বাজার পার হয়ে কিছু দূর যেতেই অটোরিকশাটি ভাঙা রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। অটোরিকশাতে থাকা যাত্রীরা আহত হন। গুরুতর আহত হন আছিয়া বেগম। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আছিয়া বেগম।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপেল্লা রাজু নাহা বলেন, দুর্ঘটনায় এক নারী মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।