মনোহরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
আরো পড়ুন:
কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ ।।
কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুন) সকাল সাতটায় উপজেলার আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটের দোতলার ছাদে এ ঘটনা ঘটে। মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুরুল ইসলাম হৃদয় (১৭) উপজেলার আশিরপাড় গ্রামের সফিকুর রহমানের ছোট ছেলে। লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সে আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় সে ঐ ভবনের ছাদে উঠে। এক পর্যায়ে অসতর্কতাবশত ছাদে থাকা বৈদ্যুতিক লাইনে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) হুমায়ূন কবির ও মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। এ বিষয়ে কথা হলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ মনোহরগঞ্জ জোনাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জানান, লোক মারফত তথ্য নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
ওসি সফিউল আলম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।