মহান আল্লাহকে ভুলে–  গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

পৃথিবী যখন পাপে সয়লাব ছিল

ছিল না জ্ঞানের আলো,
আঁধারে তখন ডুবে গিয়েছি সব
ছিল না মানুষ খুব বেশি ভালো।
তখন, মানুষ আর পশুতে ছিল না তফাৎ
ব্যভিচার- জুলুম,অন্যায় আর
পুরুষ লুটেছে নারীর সম্ভ্রম- মিটাতে স্বীয়
যৌনাচার।
প্রচলিত ছিল তখন নানা কুসংস্কার,
কারো মেয়ে জম্ম হলে সঙ্গে সঙ্গেই দিত
জ্যান্ত কবর তার।
মহান আল্লাহকে ভুলে  – করত পুতুল পূজা,   খুন- খারাপি আর মদের নেশায়
তারা বাড়ায় পাপের বোঝা।