মুক — ফয়জুস সালেহীন
আরো পড়ুন:
যদিও তাদের অধিকাংশেরই রয়েছে সচল কণ্ঠনালী,রয়েছে আলজিভ
খরগোশের মতো কান খাড়া রেখে তবুও শুনতে পাইনি কোথাও
বহুল প্রত্যাশিত সেই সিংহনাদ কিংবা ব্যাঘ্রগর্জন।
এখানে ওরা এখন
একেকজন যেনো পরিণত হয়েছে একেকটা বোবা জিরাফে।
কোন এক রাক্ষসের হা মুখ বেধেছে বাসা মগজে
না জানি সেই রাক্ষস গিলে ফেলে তাদের অতি প্রিয় প্রাণপাখিটারে?
অথচ অপরিণত বয়সের একজন বালকও বেশ ভালো করে জানে
প্রিয় সেই পাখিটাও একদিন ঠিকই ফিরবে নীড়ে
পিঞ্জর ছেড়ে।