মুরাদনগরে জাল নোটসহ বিকাশ দোকানে যুবক আটক

 

আমোদ প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে একজনকে আটক করা হয় বিকাশ দোকানে। আজ মঙ্গলবার মুরাদনগর উপজেলার দারোরা বাজারে তাকে আটক করা হয়। পরে মুরাদনগর থানা পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়। আটক মেহেদী হাসান কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দারোরা বাজারে সালাউদ্দিন বেডিং নামের বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসে মেহেদী হাসান। মেহেদীর টাকা জাল সন্দেহ হলে দোকানদার স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে আটক করে। পরে তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে মেহেদীকে আটক করা হয়েছে। জাল নোটের শেকড় খোঁজার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।