মুরাদনগরে বিদ্রোহীর কারণে ১৭ ইউপিতে নৌকার ভরাডুবির আশঙ্কা

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার মুরাদনগরে ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উপজেলার একুশ ইউনিয়নের নির্বাচনকে ঘিরে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। দলীয় কোন্দল, বিদ্রোহী প্রার্থী, জনপ্রিয়তা কম ও অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ায় উপজেলার ১৭ টি ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীরা অনেক পিছিয়ে রয়েছেন। বিএনপি সরাসরি নির্বাচনে অংশ গ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রত্যেক ইউনিয়নে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার একুশ ইউনিয়ন থেকে এবার চেয়ারম্যান পদে ১’শ ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সবক’টি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এসব বিদ্রোহী প্রার্থীই আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারেন।

২১ ইউপির মাত্র ৪ টিতে নৌকা প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এরা হলেন ১০ নং যাত্রাপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ, ১১ নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনয়নে আবদুল লতিফ সরকার, ১২ নং উত্তর রামচন্দ্রপুর ইউনিয়নে ইকবাল সরকার ও ২০ নং পাহাড়পুর ইউনিয়নে আবদুস সামাদ মাঝি। অপরদিকে ২১ ইউপির ১৭টিতে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এরা হলেন, ২ নং আকুবপুর ইউনিয়নে শিমুল বিল্লাল (আনারস), ৩ নং আন্কিুট ইউনিয়নে মো. জাকির হোসেন (আনারস), ৪ নং পূর্ব ধইর পূর্ব আলহাজ¦ কাজী কায়কোবাদ (চশমা), ৫ নং পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নে রহিম পারভেছ (আনারস) ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নে শেখ জাকির (ঘোড়া), ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউয়িনে বাহার খান (আনারস), ৮ নং চাপিতলা ইউনয়নে মনিরুল আলম দিপু (চশমা), ৯ নং কামাল্লা ইউনিয়নে আলহাজ¦ তাজুল ইসলাম মাস্টার (আনারস), ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নে কাজী আবুল খায়ের (টেলিফোন), ১৬ নং ধামঘর ইউনিয়নে আবুল কালাম আজাদ (আনারস), ১৭ নং জাহাপুর ইউনিয়নে প্রকৌশলী সৈয়দ শওকত (টেলিফোন), ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নে আবু মুসা সরকার (আনারস), ১৯ নং দারোরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আবুল হুসেন মাস্টার (ঘোড়া), ২১ নং বাবুটি পাড়া ইউনিয়নে এবিএম আমিরুল ইসলাম (আনারস) ও ২২ নং টনকি ইউনিয়নে জাকির হোসেন (আনারস)।

উপজেলা নির্বাচন অফিসার মাসুদ আলম জানান, এ উপজেলার একুশটি ইউনিয়নে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য- মুরাদনগর ছাড়া এদিন কুমিল্লার মনোহরগঞ্জের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মনোহরগঞ্জের ১১টি ইউনিয়নে সব চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিন ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অুনষ্ঠিত হবে।