ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎস্পর্শে ওয়ার্কসপ কারিগরের মৃত্যু

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া ওয়াল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেলো সোলমান মিয়ার। নিহত সোলমান ওয়ার্কসপের কারিগর ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পাঠিয়েছে মর্গে।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজারের একটি ওয়ার্কসপে ঘটে এই দুর্ঘটনা। নিহত সোলমান মিয়া (২৭) সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামের মধ্যপাড়ার সালু মিয়ার পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী,নিহতের ভাই মহসিন এবং পুলিশ সূত্রে জানা গেছে, রাধিকা বাজারের দক্ষিণ পাশের একটি ওয়ার্কসপে ওয়েল্ডিং মিস্ত্রীর কারিগর হিসেবে কাজ করতেন সোলমান। শনিবার বিকেল চারটার দিকে ওয়ার্কসপের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে মেশিনটি সিএনজির সাথে বিদ্যুতায়িত হয়। এতে সোলমান বিদ্যুৎস্পর্শিত হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. খান রিয়ান মাহমুদ জিকো জানান, ‘হাসপাতালের নিয়ে আসার আগেই সোলমান মারা যায়। লাশ মর্গে রাখা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সোলমান নামের ওয়েল্ডিং মেশিনের কারিগর বিদ্যুৎস্পৃষ্ট মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
আরো পড়ুন