মেঘবালিকা ….নিগার সুলতানা
আরো পড়ুন:
উড়ি উড়ি যায়
ভেসে ভেসে যায়
মেঘবালিকা হায়
মেঘের সাথে ধায়।
মেঘকুমারী তুমি
সবার প্রিয় জানি
ঝরিয়ে দাও তুমি
অমৃতের পানি।
বাজ হলো তোমার
চোখের চাহনি
বজ্রে নাচে তোমার
ভুরুর খঞ্জনী ।
ও মেয়ে, মেঘের কন্যা
যতই করো কান্না
এভাবে চলে যেওনা
আরেকটু তুমি থাকো না।