রশি পেঁচিয়ে গাছে ঝুলে ছিলো শ্রমিকের মরদেহ
আরো পড়ুন:
আমোদ প্রতিনিধি।।
পারভেজ হোসেন (২৭)। কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা গ্রামের ইয়াকুবের ছেলে। তিনি গাছ কাটার কাজ করতেন।রশি পেঁচিয়ে গাছে তিনি মারা যান। এতে ঝুলে ছিলো তার মরদেহ। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন। শুক্রবার বিকেলে জোড্ডা পূর্ব ইউনিয়নের কৈরাশ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কৈরাশের পার্শ্ববর্তী গ্রাম কাশিপুরে বিয়ে করেন পারভেজ। সেখানে বেড়াতে আসেন। কৈরাশ গ্রামে তাকে গাছ কাটার জন্য নেওয়া হয়। সেখানে একটি কড়ই গাছের ডাল কাটার সময় রশিতে পেঁচিয়ে যান তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যা ৬টার সময় ফায়ার সার্ভিসের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম আবদুন নূর বলেন, গাছের ডাল কাটতে গিয়ে রশি পেঁচিয়ে পারভেজের মৃত্যু হয়েছে, সেহেতু বিধি অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।