রেললাইনের পাশে স্কুল,ঝুঁকিতে শতাধিক শিক্ষার্থী

মহিউদ্দিন মোল্লা।।
কুমিল্লার লাকসামে রেললাইনের পাশে তপইয়া ময়ুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সীমানা দেয়াল না থাকায় এতে ঝুঁকিতে রয়েছেন শতাধিক শিক্ষার্থী। এছাড়া ঝুঁকির কারণে সেখানে অভিভাবকরা শিক্ষার্থীদেরও পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন না। এখানে দ্রুত সীমানা দেয়াল নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সূত্রমতে,লাকসাম-নোয়াখালী রেলরুটের পাশে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের তপইয়া গ্রামের অবস্থিত তপইয়া ময়ুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি ২০১৭সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ১১৫জন শিক্ষার্থী রয়েছে। ঝুঁিকমুক্ত হলে এখানে আরো শিক্ষার্থী বাড়তো।
তপইয়া গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী আবদুল ওয়াদুদ খোকন বলেন,এখানে মনপাল,তপইয়া ও কৃষ্ণপুরসহ বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা পড়তে আসেন। সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকিতে রয়েছেন। এখানে সীমানা প্রাচীর নির্মাণ না হলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
কৃষ্ণপুরের অভিভাবক রাশিদা খাতুন বলেন, ছেলেকে স্কুলে পাঠিয়ে আতংকে থাকি। কখন না ট্রেন আসে। কখন আবার সে রেললাইনে উঠে পড়ে।
স্কুলের শিক্ষক বিদ্যুত পাল বলেন, ট্রেন এলে আমরা রেললাইনের পাশে দাঁড়িয়ে যাই। যাতে শিক্ষার্থীরা রেল লাইনে উঠতে না পারে। এছাড়া এলাকাবাসীও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তৎপর থাকেন।
প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বলেন,আমরা সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে উপজেলায় আবেদন করেছি। দুই বছর ধরে এই বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার বলেন,আমরা খোঁজ নিয়ে জেনেছি,এই স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। এবিষয়ে আবেদন জানানো হয়েছে। আশা করছি দ্রুত সেটি পাশ হবে।

inside post
আরো পড়ুন