শহীদ ডিসি-এসপির নামে প্রতিষ্ঠানের দাবি

আবু সুফিয়ান রাসেল।।

স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন জেলা প্রশাসক এ.কে.এম সামছুল হক খান ও পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ। উভয়কে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করা হয়েছে। তাদের পরিবারের দাবি তাদের নামে শিক্ষা প্রতিষ্ঠান করা হোক।


জেলা প্রশাসক এ.কে.এম সামছুল হক খানের ছোট ভাই আজহারুল ইসলাম খান বলেন, আমাদের প্রত্যাশা ছিলো সরকারি পৃষ্ঠপোষকতায় তার নামে শিক্ষা প্রতিষ্ঠান হবে। ৫০ বছরেও আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তাই পারিবারিক ভাবে আমরা মাদরাসা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি জীবিত থাকলে ভাইয়ের জীবনী গ্রন্থ প্রকাশ করে যাবো।

পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদের বড় ছেলে মুন্সি কামরুল আহমেদ বলেন, আমাদের বড় কোন চাওয়া-পাওয়া নেই। বাবাকে মরণোত্তর স্বাধীনতা পুরষ্কার দেওয়া হয়েছে এতে আমরা খুশি। তবে আব্বার ত্যাগের কথা যদি শিশুদের নিকট ছড়িয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো হতো। তার নামে একটা স্কুল বা কলেজ করলে আমরা খুশি হতাম।

লেখক ও গবেষক মামুন সিদ্দিকী বলেন, আমি দাবি রাখবো কুমিল্লা কালেক্টরি স্কুলের নাম শহীদ জেলা প্রশাসক এ.কে.এম সামছুল হক খানের নামে নামকরণ করা হোক। শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদের নামে কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের নামকরণ করা হোক। তাহলে তাদের নাম বেশী উচ্চারিত হবে। নতুন প্রজন্ম তাদের জানতে পারবে। দেশে প্রেমে ভূমিকা রাখবে।