`শিক্ষার্থীদেরকে শুদ্ধতার অনুশীলন করতে হবে’

কুমিল্লা আইডিয়াল কলেজে আগামীর সম্ভাবনা ও মানসিক বিকাশে শীর্ষক সেমিনার

কুমিল্লা শহরের বাগিচাগাঁও অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজে শিক্ষার্থীদের আগামীর সম্ভাবনা ও মানসিক বিকাশে ইসলামি দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী (খাজা’জী), বিশেষ অতিথি ছিলেন ইমামিয়া দরবার শরীফের পীর ও তেহরান বিশ্ববিদ্যালয় অধ্যাপক প্রফেসর ড. আল্লামা নুরে আলম মোহাম্মাদী আল ইমামী, চিত্র ও ভাষ্কর্য শিল্পী এবং গবেষক খন্দকার নাছির আহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের পৃথিবী আমাদের ধারণার থেকেও দ্রুত বদলাচ্ছে। আগামী দিনের পৃথিবীর সঙ্গে আজকের বাস্তবতা মেলালে চলবে না। ভবিষ্যতের কথা ভেবে তাই বদলাতে হবে নিজেকেও। যে গৎবাঁধা নিয়মে আমরা থেকে অভ্যস্ত, তা এখন পরিবর্তনশীল। এই শতাব্দী আমাদের জন্য নিয়ে আসবে নতুন নতুন চমক, ভিন্ন জীবনবাস্তবতা। সুতরাং আমাদের শিক্ষার্থীদেরকে নিজের শক্তিমত্তার পরিচয় জানতে হবে। নিয়মিত শুদ্ধতার অনুশীলন করতে হবে। পড়াশোনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারে সচেতন থাকতে হবে। মানুষের কারণে অন্যান্য প্রাণির জীবনও ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষের নিজের মানসিকতার উন্নতি হয়েছে খুবই সীমিত। আসুন নিজের মধ্যে শুদ্ধতার চাষাবাদ চলমান রাখি। আমরা চাই শান্তিতে ভরে উঠুক আমাদের এই মাটির পৃথিবী।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার,প্রভাষক হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, মো. জাবেদ হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, নাহিন আক্তার, সোহরাব হোসেন।-প্রেস বিজ্ঞপ্তি।